Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

উপজেলা পরিষদের উন্নয়ন

৪০ দিনের কর্ম সুচী সচ্চতার সাথে সম্পাদন

কাবিখা, কাবিটা প্রভৃতি নিষ্ঠা ওঁ সততার সাথে সম্পাদন।

০১    স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার, বাগেরহাট সদর এর প্রতিনিধি জানান তার বিভাগের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদিত হচ্ছে।    বিভাগীয় কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে হবে।    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার।
০২    স্থানীয় সরকার বিভাগ     উপজেলা প্রকৌশলী জানান ২০১২-১৩ অর্থ বৎসরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি-১ম, ২য় ৩য় ও ৪র্থ কিস্তি) এর আওতায় এ উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের গৃহীত স্কীম (প্রকল্প কমিটির মাধ্যমে) বাস্তবায়নের কাজ যথানিয়মে অব্যাহত রয়েছে। যথাসময়ে কাজগুলি বাস্তবায়িত হবে।
     এডিপি ১০০% বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি বিভাগীয় কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে হবে।    উপজেলা প্রকৌশলী।
০৩    মাধ্যমিক শিক্ষা বিভাগ     চেয়ারম্যান, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ জানান তাঁর ইউনিয়নাধীন কে, এম বাদোখালী মাধ্যমিক বিদ্যালয়ে ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের মাধ্যমে বিদ্যালয়টির নির্মাণাধীন কাজ ঠিকাদার সম্পন্ন না করে দীর্ঘদিন ধরে ফেলে রাখায় বিদ্যালয়টির যেটুকু কাজ সম্পন্ন হয়েছে তাতে রডগুলো মরিচা পড়ার পাশাপাশি স্থায়ীত্ব নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বিদ্যালয়টির কাজ দ্রুত সম্পন্নের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সভাপতি মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করেন।    কে, এম বাদোখালী মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন অসম্পূর্ণ কাজটি যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবরে পত্র প্রেরণ করতে হবে।     উপজেলা নির্বাহী অফিসার।
০৪    মৎস্য বিভাগ    সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জানান যে, আগামী ০২ জুলাই হতে ০৮ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ, ২০১৩ উদযাপিত হবে। তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়া তাঁর বিভাগের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।
    জাতীয় মৎস্য সপ্তাহ, ২০১৩ সফলভাবে উদযাপনের পাশাপাশি বিভাগীয় কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে হবে।     সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, বাগেরহাট সদর।
ক্রম    বিভাগের নাম    আলোচনা    গৃহীত সিদ্ধান্ত    বাস্তবায়নে
০৫    সমাজসেবা বিভাগ    উপজেলা সমাজসেবা অফিসার, বাগেরহাট সদর সভায় জানান মৃত্যুজনিত কারণে বয়স্ক ও বিধবা ভাতার শূণ্য কোটায় নতুন ভাতাভোগী প্রতিস্থাপনে ১০ টি ইউনিয়নের মধ্যে গোটাপাড়া ইউনিয়ন বাদে আর ০৯ টি ইউনিয়নের সকল কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রতিবন্ধীতা সনাক্তকরণ জরীপ কাজ সকল ইউনিয়নে চলমানের পাশাপাশি তার দপ্তরের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে।
তিনি আরও জানান তাঁর দপ্তরে কয়েকজন মহিলা কর্মী কর্মরত থাকলেও বাথরুমের কোন সুব্যবস্থা না থাকায় জরুরীভিত্তিতে একটি বাথরুম নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সভাপতি মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করেন।     ১)বিভাগীয় কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে হবে। 
   
২) গোটাপাড়া ইউনিয়নে  মৃত্যুজনিত কারণে বয়স্ক ও বিধবা ভাতার শূণ্য কোটায় নতুন ভাতাভোগী প্রতিস্থাপনের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে হবে।
৩) সমাজসেবা অফিসে একটি বাথরুম নির্মাণকল্পে প্রয়োজনীয় প্রাক্কলনসহ জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।    ১)উপজেলা সমাজসেবা অফিসার।
২)চেয়ারম্যান, গোটাপাড়া ইউনিয়ন পরিষদ।
৩) উপজেলা প্রকৌশলী, বাগেরহাট সদর।
০৬    জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ    উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) জানান ইতোমধ্যে বিশেষ গ্রামীণ পানি সরবরাহ প্রকল্পের ১০ টি গভীর নলকূপসহ ১৫ টি পি,এস,এফ নির্মাণ কাজ শেষ হয়েছে। আইডিবি প্রকল্পের গভীর নলকূপ পুনর্বাসন কাজের ১৫ টি পাটাতন পুনঃ নির্মাণ করা হয়েছে এবং আইডিবি প্রকল্পের ৭৫ টি গভীর নলকূপের মধ্যে ৪৬ টি স্থাপন কাজ চলছে। তিনি আরও জানান বিনামূল্যে বিতরণ ও ল্যাট্রিন স্থাপনের জন্য ০২ ধরণের তালিকা কোন ইউনিয়ন থেকে পাওয়া যায়নি।     ১) বিভাগীয় কার্যক্রমের ধারা আরও জোরদার করার পাশাপাশি আইডিবি প্রকল্পের অবশিষ্ট নলকূপ স্থাপন কাজ জরুরী ভিত্তিতে সম্পন্ন করতে হবে।
২) নীতিমালা অনুযায়ী  ০২ ধরণের ল্যাট্রিনের  উপকারভোগীদের তালিকা সত্ত্বর জমা দিতে হবে।
 ১)উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)
২)চেয়ারম্যান,
(সকল) ইউনিয়ন পরিষদ।
২)চেয়ারম্যান (সকল) ইউনিয়ন পরিষদ
৩)উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)
০৭    প্রাণিসম্পদ বিভাগ    উপজেলা প্রাণিসম্পদ অফিসার, বাগেরহাট সদর এর প্রতিনিধি সভায় জানান যে, অত্র উপজেলার বিভিন্ন ইউনিয়নে জুন/১৩ মাসে মোট ১০৮২ টি গবাদি প্রাণিকে ও ৪২০০০ হাঁস-মুরগীকে প্রতিষেধক টিকা প্রদান করা হয়েছে। কৃত্রিম প্রজনন ও টিকা বীজ বিক্রয় বাবদ যথাক্রমে ১,৫৪৮/- এবং ৭,৯৭৭/- টাকা সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়েছে। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও এ¨vনথ্রাক্স সার্ভিলেন্স কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে।    বিভাগীয় কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে হবে।    উপজেলা প্রাণিসম্পদ অফিসার, বাগেরহাট সদর
০৮    পল্লী বিদ্যুৎ    চেয়ারম্যান, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ পল্লী বিদ্যুৎ সমিতির এ,জি,এম এর দৃষ্টি আকর্ষণ করে জানান তার ইউনিয়নের অনেক জায়গায় একটি করে পোল দিলে অনেক পরিবার বিদ্যুৎ এর সংযোগ পাবে। যদি বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয় তাহলে তিনি সংশ্লিষ্টদের নিকট একটি তালিকা প্রেরণ করবেন।
চেয়ারম্যান, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ তাঁর ইউনিয়নের খলসী পাচলী গ্রামে বিদ্যুৎ সংযোগ প্রদানের জন্য এ,জি,এম এর দৃষ্টি আকর্ষণ করেন।
চেয়ারম্যান, ষাটগুম্বজ ইউনিয়ন পরিষদ তাঁর ইউনিয়নে অধিক ধান উৎপাদনের স্বার্থে শশীখালী ও বাদোখালী বিলে বিদ্যুৎ সংযোগ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এ,জি,এম এর দৃষ্টি আকর্ষণ করেন।
এ,জি,এম পল্লী বিদ্যুৎ সমিতি, পোলঘাট, বাগেরহাট জানান পর্যায়ক্রমে প্রত্যেকের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে।
    স্থানীয় চাহিদা নিরুপন করে নীতিমালা মোতাবেক বিদ্যূৎ সংযোগ প্রদান নিশ্চিত করতে হবে।    এজিএম, পল্লী বিদ্যুৎ, বাগেরহাট সদর।
পাতা-৩
ক্রম    বিভাগের নাম    আলোচনা    গৃহীত সিদ্ধান্ত    বাস্তবায়নে
০৯    পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন    উপজেলা দারিদ্র বিমোচন অফিসার, বাগেরহাট সদর সভায় জানান যে, বাগেরহাট সদর উপজেলায় ক্ষুদ্র ও ক্রমপুঞ্জিত ঋণ বিতরণ এবং স্মল এন্টারপ্রাইজ ঋণ বিতরণ কার্যক্রমসহ সৌরশক্তি (সোলার হোম সিস্টেম) স্থাপন কার্যক্রম চলমান আছে। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভূক্ত প্রকল্প সমূহঃ
•     নবজাতক সঞ্চয় প্রকল্প (সুফলভোগী সদস্যদের
  নবজাতক সন্তানদের জন্য)
•     সাইলেজ বা গো-খাদ্য প্রকল্প বাস্তবায়ন
•     স্বাস্থ্য ও সেবা উপকরণ সরবরাহের মাধ্যমে  
  স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ।
এছাড়াও এ দপ্তরের কর্মকান্ডসমূহঃ কৃষি, শাক-সব্জি, সেলাই মেশিন, ক্ষুদ্র ব্যবসা, হাঁস-মুরগী পালন, পশু মোটাতাজাকরণ, মৎস্য চাষ, ফার্মেসী, নার্সারী। “নবজাতক সঞ্চয়” প্রকল্প, “সাইলেজ” বা গো-খাদ্য প্রকল্প বাস্তবায়ন, স্বাস্থ্য ও সেবা উপকরণ সরবরাহের মাধ্যমে সদস্যদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করাসহ ১৩ ও ১৪ মে, ২০১৩ তারিখ ০২ দিনে ৫০ জনের সভানেত্রী নেতৃত্ব বিকাশও সামাজিক উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।     বিভাগীয় কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে হবে।    উপজেলা দারিদ্র বিমোচন অফিসার, বাগেরহাট সদর
১০    বিবিধ    ক) উপজেলা নির্বাহী অফিসার সভায় জানান উপজেলা পরিষদ ম্যানুয়াল, ২০১০ এর উপজেলা পরিষদ রাজস্ব তহবিল ব্যবহার নির্দেশিকার ৫ নং অনুচ্ছেদের (ঝ) নং উপানুচ্ছেদ মোতাবেক পরিষদের জন্য অফিস সামগ্রী ও স্টেশনারী দ্রব্যাদি ক্রয় করতে মাসিক ২,০০০/-(দুই হাজার) টাকা ব্যয়ের বিধান থাকায় নীতিমালা অনুযায়ী  চেয়ারম্যান, উপজেলা পরিষদ মহোদয়ের কার্যালয়ে গত জুলাই, ২০১২ হতে নভেম্বর, ২০১২ এবং জানুয়ারি, ২০১৩ হতে জুন, ২০১৩ পর্যন্ত ১১ (এগার) মাসের দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় অফিস সামগ্রী ও স্টেশনারী দ্রব্যাদি ক্রয় করতে সর্বমোট ২২,০০০/-(বাইশ হাজার) টাকা ব্যয় হয়েছে।
খ) চেয়ারম্যান, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদ জানান পুটিমারী ব্রীজের আশু নির্মাণ করা প্রয়োজন। ব্রীজটি যাতে আগামী অর্থ বছরের মধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত নির্মাণ কাজ শুরু করা যায় সে বিষয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। তিনি আরও জানান রাধাবল্লভের বাঁধ এবং মাঝিডাঙ্গা গ্রামের গ্রাম রক্ষা বাঁধ ভেঙ্গে যে কোন সময় অত্র এলাকা পানিতে ডুবে যেতে পারে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। পুটিমারী ব্রীজের কোনায় রাধাবল্লভ গ্রামের পাশে শুটকীর কারখানা স্থাপিত হওয়ায় সেখানকার জনগণ দুর্গন্ধে অতীষ্ট হয়ে যাচ্ছে মর্মে অভিযোগ দাখিল করেছেন। কারখানাটি জনস্বার্থে ঐ স্থান থেকে স্থানান্তরিত করা প্রয়োজন।
    ১) উপজেলা পরিষদ কার্যালয়ের ব্যয়কৃত সর্বমোট ২২,০০০/-(বাইশ হাজার) টাকা উপজেলা রাজস্ব তহবিল হতে ব্যয় নির্বাহের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।  
    ২) আলোচিত পুটিমারি ব্রিজটি বাস্তবায়নে জরুরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
১) উপজেলা নির্বাহী অফিসার, বাগেরহাট সদর
২) উপজেলা প্রকৌশলী, বাগেরহাট সদর।
        গ) চেয়ারম্যান, বেমরতা ইউনিয়ন পরিষদ জানান ওয়াপদার ভেঁড়ি বাঁধ ভেঙ্গে চরগ্রাম, বিষ্ণুপুর থেকে বেড়গজালিয়া পর্যন্ত ৭-৮ টি গ্রামে প্রচুর পানি প্রবাহিত হচ্ছে। তিনি জরুরী ভিত্তিতে ভেঁড়ি বাঁধ নির্মাণ করতঃ পানি বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা
গ্রহণের জন্য সভাপতি মহোদয়কে অনুরোধ জানান। তিনি আরও জানান কে,বি ফতেপুর মাদ্রাসা বাজার ৪ টি গ্রামের মধ্যবর্তী স্থান। উক্ত স্থানে জরুরী ভিত্তিতে একটি সাইক্লোন সেন্টার নির্মাণ করা প্রয়োজন। কোন্ডলা কাটাখালী চারের পরিবর্তে কাঠের পুল নির্মাণ এবং বৈটপুর চিতলী পিচের রাস্তা জরুরী ভিত্তিতে মেরামত করা প্রয়োজন।এছাড়া তিনি মাদ্রাসা বাজারের শেড নির্মাণ এবং মাদ্রাসা বাজারের  মসজিদের অনুকূলে বরাদ্দ প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।
ঘ) চেয়ারম্যান, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ জানান গত দুইদিন রহিমাবাদ ভাঙ্গা পোলে পাশের রাস্তার ভেঁড়ি বাঁধ ডিঙ্গিয়ে জুঘার সময় জোয়ারের পানি এসে রাস্তার উপর প্রায় ২/৩ ফুট পানি উঠে পাশের গ্রাম ডুবে যায়। পানি উঠা বন্ধে উচুঁ করে নতুন ভেঁড়ি বাঁধ নির্মাণ করা প্রয়োজন।তিনি আরও জানান যাত্রাপুর ইউনিয়ন ভূমি অফিসের জায়গায় দুইজন ব্যক্তি অবৈধভাবে ঘর বেঁধে বসবাস করছে। তাদেরকে খাস জমি প্রদান করা হলেও তারা সেখানে ঘর ভাড়া দিয়ে সরকারি জমিতে বসবাস করছে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের উক্ত স্থান হতে উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান। এছাড়া মধুদিয়া স্কুলের উপর দিয়ে এমনভাবে বিদ্যুতের লাইন টানা হয়েছে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।এছাড়া সড়ক দূর্ঘটনা এড়াতে যাত্রাপুর বাজারের রাস্তার প্রশস্ততা বৃদ্ধি করা প্রয়োজন মর্মে তিনি সভাপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন।
ঙ) চেয়ারম্যান, ষাটগুম্বজ ইউনিয়ন পরিষদ জানান বারাকপুর বাজারের পাশে রোডস এন্ড হাইওয়ের রাস্তা প্রশস্তকরণের বিষয়ে সভাপতি মহোদয়কে নির্বাহী প্রকৌশলীর সাথে আলোচনার জন্য অনুরোধ জানান। তিনি আরও জানান ভুটিমারী ২ নং গেট থেকে সায়েড়া লক্ষীখালী পর্যন্ত খাল, শশীখালী, বাদোখালীর অভ্যন্তরের বিলের মধ্যে বড় খাল জরুরী ভিত্তিতে স্কাভেটরের মাধ্যমে খননের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানান।
চ) চেয়ারম্যান, রাখালগাছি ইউনিয়ন পরিষদ জানান সি,এন্ড,বি বাজারের ড্রেন, চান্দিনা ও ল্যাট্রিন জরুরী ভিত্তিতে নির্মাণ করা প্রয়োজন। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সভাপতি মহোদয়কে অনুরোধ জানান। সভাপতি মহোদয় চেয়ারম্যান, রাখালগাছি ইউনিয়ন পরিষদকে সি,এন্ড,বি বাজারে অবৈধভাবে স্থাপিত কসমেটিকের দোকানটি উচ্ছেদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানান।
    ৩) জনগুরুত্বপূর্ণ ক্ষূদ্র মেরামতসমূহ ইউনিয়ন পরিষদের আওতাধীন বরাদ্দ দিয়ে সম্পন্ন করতে হবে।
    ৪) অবৈধ দখলদারদের উচ্ছেদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।
    ৫) হাট-বাজার উন্নয়নে নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তাব দাখিল করতে হবে।    ৩)চেয়ারম্যান, বেমরতা ইউনিয়ন পরিষদ।
    ৪) ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, রণবিজয়পুর ইউনিয়ন ভূমি অফিস।
    ৫) চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ(সকল)
১১    জনসেবা এবং দুর্নীতি বিরোধী কার্যক্রম    উপজেলা নির্বাহী অফিসার জনপ্রশাসন সচিব মহোদয়ের ০৮-৪-২০০৯ খ্রিঃ তারিখের আধা সরকারি পত্র নং-সম(মাঃপ্রঃ৩)-বিবিধ-০২/২০০৯-১২৯ এর উদ্বৃতি দিয়ে উক্ত পত্রের নির্দেশনা মোতাবেক নিম্নেবর্ণিত বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ পূর্বক নিয়মিত এ সংক্রান্ত প্রতিবেদন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেরণ অব্যাহত রাখার জন্য সকল বিভাগীয় প্রধান এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে অনুরোধ জানান।
(১) মানসম্মত শিক্ষা বিস্তারের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার কার্যক্রম
(২) উপজেলা/ ইউনিয়ন পর্যায়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান কর্তৃক জনসাধারণকে প্রদত্ত সেবা সম্পর্কে অবহিতকরণ কার্যক্রম
(৩) সদর উপজেলা থেকে গ্রাম পর্যন্ত দুর্নীতি বিরোধী জনসচেতনতা বৃদ্ধিকল্পে উদ্বুদ্ধকরণ কর্মসূচী বাস্তবায়ন।