Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা প্রশাসনের পটভূমি

মোংলা উপজেলার পটভূমিঃ বাগেরহাট জেলার রামপাল উপজেলা থেকে ০৫টি এবং  ইউনিয়ন আলাদা করে ১৯৮৩ সালের মোংলা থানা প্রতিষ্ঠা হয়। ঐ সালে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ১৯৮৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে মোংলা  থানার কার্যক্রম চালু হয়। এ উপজেলার উত্তরে রামপাল ও মোড়ল গঞ্জ উপজেলা, দক্ষিণে সুন্দরবন, পশ্চিমে রামপাল উপজেলা, পূর্বে  মোড়লগঞ্জ ও সুন্দরবন।

এ উপজেলার নামকরণ নিয়ে তিনটি ভিন্ন মত প্রচলিত আছে। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে  মঙ্গল রাজা এ অঞ্চলে এসে ব্যবসা শুরু করেন। তার নামানুসারে নামকরণ।

সড়ক পথে-

ঢাকা থেকে ঢাকা-মংলা  জাতীয় মহাসড়ক পথে মুন্সিগঞ্জ পথে পদ্মা নদী পার হয়ে মাদারীপুর জেলার শিবচর উপ দিয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ওপর দিয়া গোপালগঞ্জ জেলার মুকশেদপুর ও কাশিয়ানি সদর টুঙ্গি পাড়া হয়ে বাগেরহাট  জেলার মোল্লাহাট ফাকিরহাট,রামপালহয়ে মংলা   উপজেলা পরিষদ.

নদী পথে মংলা উপজেলায় মালামাল পরিবহন করা যায়।

বিঃদ্রঃ-রেল পথে মংলা উপজেলা পরিষদ এর সহিত কোন যোগাযোগ নাই।