Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রাষ্ট্রীয় মর্যদায় অন্তিম সালাম/সম্মাননা প্রদান
বিস্তারিত

এই সল্প সার্ভিস সময়ে সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে অনেক বীর মুক্তযোদ্ধাদের (পুরুষ) মৃত্যু পরবর্তী রাষ্ট্রীয় মর্যদায় অন্তিম সালাম/সম্মাননা প্রদান করেছি।
তবে এই প্রথম একজন বীরঙ্গনাকে গত ০৩/১০/২০২১ খ্রি. তারিখে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।সাথে ছিল চটের হাট পুলিশ ফাড়ির চৌকস সালামি দল।
তিনি তরুলতা শীল, (পরবর্তীতে তরুলতা রায়)
রাজাকাররা তাকে বাগেরহাট পাকসেনাদের ক্যাম্পে রেখে এসেছিল এবং অসংখ্য বাঙালি নারীদের মত বহুদিন তিনিও অকথ্য নির্যাতনের শিকার হয়েছিলেন।  এরপর একদিন বুদ্ধি করে, সাহস নিয়ে, পাহারা প্রতিহত করে সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হয়েছিলেন।
আমার সৌভাগ্য হয়েছিল গত ২৬ মার্চ স্বধীনতার ৫০তম বছরে তাকে আলাদা উপহার প্রদান করার।
মহান সৃষ্টিকর্তার নিকট তার আত্মার শান্তি প্রার্থনা করি। ওঁ দিব্যান লোকান:সা: গচ্ছতু:।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
06/10/2021
আর্কাইভ তারিখ
30/12/2023