মোংলা উপজেলার পটভূমিঃ বাগেরহাট জেলার রামপাল উপজেলা থেকে ০৫টি এবং ইউনিয়ন আলাদা করে ১৯৮৩ সালের মোংলা থানা প্রতিষ্ঠা হয়। ঐ সালে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর ১৯৮৪ সাল থেকে আনুষ্ঠানিকভাবে মোংলা থানার কার্যক্রম চালু হয়। এ উপজেলার উত্তরে রামপাল ও মোড়ল গঞ্জ উপজেলা, দক্ষিণে সুন্দরবন, পশ্চিমে রামপাল উপজেলা, পূর্বে মোড়লগঞ্জ ও সুন্দরবন।
এ উপজেলার নামকরণ নিয়ে তিনটি ভিন্ন মত প্রচলিত আছে। সপ্তদশ শতাব্দীর শেষ ভাগে মঙ্গল রাজা এ অঞ্চলে এসে ব্যবসা শুরু করেন। তার নামানুসারে নামকরণ।
সড়ক পথে-
ঢাকা থেকে ঢাকা-মংলা জাতীয় মহাসড়ক পথে মুন্সিগঞ্জ পথে পদ্মা নদী পার হয়ে মাদারীপুর জেলার শিবচর উপ দিয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ওপর দিয়া গোপালগঞ্জ জেলার মুকশেদপুর ও কাশিয়ানি সদর টুঙ্গি পাড়া হয়ে বাগেরহাট জেলার মোল্লাহাট ফাকিরহাট,রামপালহয়ে মংলা উপজেলা পরিষদ.
নদী পথে মংলা উপজেলায় মালামাল পরিবহন করা যায়।
বিঃদ্রঃ-রেল পথে মংলা উপজেলা পরিষদ এর সহিত কোন যোগাযোগ নাই।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS