সড়ক পথে-
ঢাকা থেকে ঢাকা-মোংলা জাতীয় মহাসড়ক পথে মুন্সিগঞ্জ পথে পদ্মা নদী পার হয়ে মাদারীপুর জেলার শিবচর উপ দিয়ে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ওপর দিয়া গোপালগঞ্জ জেলার মুকশেদপুর ও কাশিয়ানি সদর টুঙ্গি পাড়া হয়ে বাগেরহাট জেলার মোল্লাহাট ফাকিরহাট,রামপালহয়ে মোংলা উপজেলা পরিষদ।
রেল পথে : বিমান বন্দর রেল স্টেশন হতে রেলে করে গাজীপুর হয়ে টাঙ্গাইল ,সিরাজগঞ্জ যমুনা ব্রিজ হয়ে পাবনা, কুস্তিয়া,চুয়াডাঙ্গা যশোর হয়ে খুলনা আসা যায়। এর পরে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড অথবা রূপসা নদী পার হয়ে রূপসা বাস স্ট্যান্ড থেকে সরা সরি মোংলা যাওয়া যায়।
নদী পথে মংলা উপজেলায় মালামাল পরিবহন করা যায়। স্ট্রিমারে যাওয়া যায়।
বিঃদ্রঃ-রেল পথের কাজ চলুমান অবস্থায় আছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস